চট্টগ্রাম: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহসভাপতি মো. মামুনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
রোববার মধ্যরাতে বিশ্ববিদ্যালয়ের আব্দুর রব হলের সামনে থেকে তাকে আটক করা হয় বলে জানান হাটহাজারী থানার পরিদর্শক (তদন্ত) মুজিবুর রহমান।
তিনি বলেন, ‘বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহসভাপতি মামুনকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে কোনো মামলা আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।’
