চবি: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সাত অনুষদের ডিন নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়েছেন আওয়ামী ও বামপন্থি শিক্ষক সমর্থিত বাঙালি জাতীয়তাবাদ ও মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ব প্রগতিশীল শিক্ষকদের সংগঠন ‘হলুদ দল’।
সোমবার অনুষ্ঠিত এ নির্বাচনে বিশ্ববিদ্যালয়ের সবকটি অনুষদে তাঁরা জয় লাভ করেন। ডিন নির্বাচনে মোট ৬৭৩ জন ভোটারের মধ্যে ৬৪৯ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করেছেন।
বিশ্ববিদ্যালয় সূত্র জানিয়েছে, সোমবার সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত সমাজবিজ্ঞান অনুষদ মিলনায়তনে ডিন নির্বাচনের চুড়ান্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে আনুষ্ঠানিকভাবে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার ও বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. কামরুল হুদা।
জানা গেছে, এবার ৭ অনুষদের ডিন নির্বাচনে জয় পেয়েছেন কলা ও মানববিদ্যা অনুষদে প্রফেসর ড. সেকান্দার চৌধুরী, জীববিজ্ঞান অনুষদে প্রফেসর ড. মাহাবুবুর রহমান, বিজ্ঞান অনুষদে প্রফেসর ড. সফিউল আলম, সমাজ বিজ্ঞান অনুষদে প্রফেসর ড. ফরিদ উদ্দিন, ব্যবসায় প্রশাসন অনুষদে প্রফেসর ড. আওরঙ্গজেব, ইঞ্জিনিয়ারিং অনুষদে প্রফেসর ড. শংকর লাল সাহা এবং আইন অনুষদে প্রফেসর ড. আবু নোমান। এর মধ্যে আইন অনুষদে প্রফেসর ড. আবু নোমান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
এদিকে ‘হলুদ দলের’ নিরঙ্কুশ জয়ে তাদের অভিনন্দন জানিয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী এবং উপ-উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার।
