করোনা-আক্রান্ত চিকিৎসক কাউছার সুস্থ হয়ে ওঠেছেন

চট্টগ্রাম : করোনা-আক্রান্ত রাঙ্গুুনিয়ার মেধাবী চিকিৎসক কাউছার আলম প্রায় সুস্থ হয়ে ওঠেছেন। জ্বর, কাশি, গলাব্যথার মতো করোনা-উপসর্গগুলো এখন আর নেই। ইতোমধ্যে ১৩ দিন হোম আইসোলেশনে থেকে চিকিৎসা নিয়েছেন তিনি। আশা করা হচ্ছে, পরিপূর্ণ সুস্থ হয়ে দু-্একদিন পর ফের চিকিৎসাসেবায় যোগ দেবেন ডা. কাউছার আলম।

একুশে পত্রিকাকে এই তথ্য জানিয়েছেন ডা. কাউছার আলমের চাচাত ভাই ইঞ্জিনিয়ার আতিকুর রহমান।

এর আগে ১৩ দিন আগে চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালের আইসিইউ ইনচার্জ কাউছার আলম করোনা-উপসর্গ নিয়ে মেহেদিবাগের বাসায় স্বেচ্ছায় আইসোলেশনে চলে যান। এরপর নমুনা পরীক্ষায় তার করোনা-পজিটিভ আসে। সেই থেকে সাহস ও দৃঢ়তার সঙ্গে করোনার থাবা মোকাবিলা করেন তিনি।

রাঙ্গুনিয়া পৌরসভার ইছামতী এলাকার তালুকার বাড়ির সন্তান ডা. কাউছার আলম করোনা-প্রকোপের শুরু থেকেই নিজের সর্বোচ্চ দিয়ে সবধরনের রোগীসেবায় নিয়োজিত ছিলেন। এমনকি রাঙ্গুনিয়া থানার টেলিমেডিসিন সেবা কার্যক্রমে অংশ নিয়ে রাঙ্গুনিয়ার মানুষকেও মুঠোফোনে স্বাস্থ্যবিষয়ক পরামর্শ দিয়েছেন নিয়মিত। মুঠোফোনে যখনই কেউ ফোন দিয়েছেন কার্পণ্য করেননি চিকিৎসাসেবা প্রদানে।

ডা. কাউছার আলমের চাচাত ভাই ইস্পাহানী গ্রুপে কর্মরত ইঞ্জিনিয়ার আতিক জানান, ডা. কাউছার রাঙ্গুনিয়া থানার টেলিমেডিসিন সেবা কার্যক্রমে অংশ নিয়ে বহু মানুষকে সেবা দিয়েছেন। শেষ পর্যন্ত চট্টগ্রাম মেট্রোপলিটনে এক রোগীকে সেবা দিতে গিয়ে তিনি নিজে করোনা আক্রান্ত হয়েছেন। আল্লাহর রহমতে তিনি এখন অনেক সুস্থ আছেন। আগামি দু-একদিনের মধ্যে পুরোপুরি সুস্থ হয়ে ওঠবেন। এজন্য সবার কাছে দোয়া চেয়েছেন তিনি।