শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

চট্টগ্রাম কারাগারে করোনার হানা, আক্রান্ত কারারক্ষী

প্রকাশিতঃ ২৭ মে ২০২০ | ১০:৪৬ পূর্বাহ্ন


চট্টগ্রাম : করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন চট্টগ্রাম কারাগারের ২৮ বছর বয়সী একজন কারারক্ষী।

গতকাল মঙ্গলবার (২৬ মে) মধ্যরাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাব থেকে প্রকাশ হওয়া রিপোর্টে এ তথ্য উল্লেখ করা হয়েছে।

আক্রান্ত কারারক্ষী করোনার উপসর্গ নিয়ে গত ২৫ মে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। এরপর তার নমুনা সংগ্রহ করা হয়।

করোনা শনাক্ত হওয়ার পর লক্ষ্মীপুরের বাসিন্দা এ কারারক্ষীকে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

আক্রান্ত কারারক্ষী একুশে পত্রিকাকে বলেন, ‘আমার এখন মাথাব্যাথা করছে। সবাই আমার জন্য দোয়া করবেন।’

এ নিয়ে প্রথমবারের মতো চট্টগ্রাম কারাগারের কেউ করোনায় আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেল। এর ফলে ধারণক্ষমতার প্রায় চার গুণ বেশি বন্দী থাকা এ কারাগার বড় ঝুঁকির মধ্যে পড়ে গেল।

এ বিষয়ে বিস্তারিত জানার জন্য চট্টগ্রাম কারাগারের সিনিয়র জেল সুপার কামাল হোসেনের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি সাড়া দেননি।