দেশের বেসরকারি স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে : মির্জা ফখরুল


ঢাকা : দেশে করোনা পরিস্থিতির শুরু থেকে লকডাউন দিলে সংক্রমণ এতোটা ভয়োবহ হতো না বলে মনে করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেইসাথে সামাজিক দূরত্ব মানতে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের সমন্বয়হীনতা আছে বলেও অভিযোগ তার। যে কারণে দেশের বেসরকারি স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে বলেও জানান মির্জা ফখরুল।

আজ (বুধবার) সকালে উত্তরায় নিজ বাসা থেকে অনলাইন ব্রিফিংয়ে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উদযাপনের কর্মসূচি ঘোষণা কালে মির্জা ফখরুল এসব মন্তব্য করেন।

এদিকে, বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় আরও ১,৫৪১ জন করোনাভাইরাসে সংক্রমিত রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ৩৮,২৯২ জন। অন্যদিকে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে আরো ২২ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা ৫৪৪ জন।

আজ বুধবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়। অনলাইনে বুলেটিন উপস্থাপন করেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

এদিকে, করোনা আক্রান্তদের সেবার সূযোগ বৃদ্ধির লক্ষ্যে ৫০ বা ততোধিক শয্যা বিশিষ্ট সরকারি-বেসরকারি সকল হাসপাতালে করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসা দেওয়ার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। এ নির্দেশনা আনুযায়ী, প্রত্যেকটি হাসপাতালে ‘কোভিড-১৯’ ও ‘নন-কোভিড’ রোগীদের আলাদাভাবে চিকিৎসা দিতে হবে।