শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

করোনার লক্ষণ নিয়ে মৃত দুজনকে রাউজানে দাফন

প্রকাশিতঃ ২৯ মে ২০২০ | ৩:১০ অপরাহ্ন


চট্টগ্রাম : করোনাভাইরাস রোগের লক্ষণ নিয়ে চট্টগ্রামের রাউজানের দুজন মারা গেছেন। শুক্রবার সকালে স্বাস্থ্যবিধি মেনে তাদের দাফন করা হয়েছে।

এর আগে বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার পর মারা যান গহিরা ইউনিয়নের দলইনগর গ্রামের ৬৮ বছর বয়সী একজন পুরুষ। ৩৩ বছর বয়সী করোনা আক্রান্ত ছেলের মৃত্যুর তিনদিনের ব্যবধানে তিনি মারা গেলেন।

শুক্রবার সকাল ১০টার দিকে কওমি আলেমদের নিয়ে গঠিত দাফন-গোসল কাজে নিয়োজিত একটি দল তার দাফন করে।

অন্যদিকে বৃহস্পতিবার রাতে করোনা উপসর্গ নিয়ে নগরীর হামজারবাগ এলাকায় মারা যান রাউজান পৌরসভার ৮ নং ওয়ার্ডের ৫১ বছর বয়সী একজন পুরুষ। শুক্রবার সকালে রাউজানের গ্রামের বাড়িতে তাকে দাফন করে গাউসিয়া কমিটি বাংলাদেশ রাউজান’র একটি স্বেচ্ছাসেবক দল।

উত্তর জেলা গাউসিয়া কমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক আহসান হাবিব চৌধুরী হাসান বলেন, দাফন ও জানাজা কাজে এলাকার কেউ এগিয়ে না আসায় আমি জানাজার ইমামতি করেছি। আমাদের সংগঠনের নেতাকর্মীরা দাফন করেছে।