প্লাজমা পেয়েও বাঁচলেন না সেই করোনা রোগী


চট্টগ্রাম : চট্টগ্রামের কোতোয়ালী থানার ওসির তৎপরতায় প্লাজমা থেরাপি পাওয়া ৬৪ বছর বয়সী সেই করোনা রোগীকে বাঁচানো যায়নি।

আজ শনিবার সকাল ১১টার দিকে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে মারা যান ওই বৃদ্ধ। মৃতের ছেলে একুশে পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন।

মৃত ব্যক্তি এ কে খান জুট মিলের সাবেক জিএম।

এর আগে গতকাল শুক্রবার সকালে ওই বৃদ্ধের জন্য প্লাজমা চেয়ে নিজের ফেসবুকে পোস্ট দেন কোতোয়ালী থানার ওসি মোহাম্মদ মহসীন। ওসির স্ট্যাটাসটি দেখে প্লাজমা দিতে আগ্রহ প্রকাশ করেন সাতকানিয়া কলেজের শিক্ষার্থী শাহরিয়ার রোমানসহ ১০ জন; যারা সম্প্রতি করোনা থেকে মুক্ত হয়েছেন।

একইদিন দুপুরে প্লাজমা দিতে ৬০ কিলোমিটার মোটরসাইকেল চালিয়ে সাতকানিয়া থেকে চট্টগ্রাম নগরে আসেন শাহরিয়ার রোমান।

কোতোয়ালী থানার ওসি মোহাম্মদ মহসীন একুশে পত্রিকাকে বলেন, গতকাল শুক্রবার রোমানের ডোনেট করা প্লাজমা ওই করোনা রোগীর শরীরে দেয়া হয়েছিল। এরপরও আজ দুঃসংবাদটি এসেছে।

জেনারেল হাসপাতালের মেডিসিন বিভাগের সিনিয়র কনসালটেন্ট আব্দুর রব জানান, গত ২৪ মে হাসপাতালে ভর্তি হন নগরের কাট্টলী এলাকার এই বাসিন্দা। করোনার পাশাপাশি ডায়াবেটিসে ভুগছিলেন তিনি। গতকাল তাকে প্লাজমা দেওয়ার পাশাপাশি আইসিইউ সাপোর্টে রাখা হয়।

# ফেসবুকে ওসির স্ট্যাটাস, প্লাজমা পেল করোনা আক্রান্ত