শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

চট্টগ্রাম অঞ্চলকে টুরিস্ট হাব ঘোষণার দাবি মেয়র নাছিরের

প্রকাশিতঃ ২৪ অক্টোবর ২০১৯ | ৪:০৩ অপরাহ্ন


চট্টগ্রাম: চট্টগ্রাম অঞ্চলকে টুরিস্ট হাব ঘোষণার দাবি জানিয়েছেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন।

বৃহস্পতিবার নগরের হোটেল পেনিনস্যুলার সম্মেলন কক্ষে তিনদিন ব্যাপী আন্তর্জাতিক পর্যটন মেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মেয়র আ জ ম নাছির বলেন, চট্টগ্রামকে পর্যটন হাব হিসেবে ঘোষণা করা হলে বিশ্বে এই অঞ্চলের ভাবমূর্তি নতুন করে উদ্ভাসিত হবে। পাশাপাশি পর্যটন খাতে আয়ের সম্ভাবনা বৃদ্ধি পাবে। ভৌগলিকভাবে চট্টগ্রাম অপার সৌন্দর্যের লীলাভূমি। এই অঞ্চলের পর্যটন উপযোগিতা প্রসারে সংশ্লিষ্টদেরকে দায়িত্ব গ্রহণ করতে হবে।

ভ্রমন বিষয়ক পাক্ষিক দি বাংলাদেশ মনিটর কর্তৃক একাদশ বারের মত আয়োজন করেছে পর্যটন মেলা।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে চট্টগ্রাম চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাহবুবুল আলম, মনিটর পত্রিকার সম্পাদক কাজী ওয়াহিদুল আলম, রিজেন্ট এয়ারওয়েজের চিফ কমার্শিয়াল অফিসার হানিফ জাকারিয়া, এয়ার এরাবিয়া এয়ারলাইন্স বাংলাদেশ কান্ট্রি ম্যানেজার মবিন রশিদ, ইউএস বাংলার ব্যবস্থাপনা পরিচালক শফিকুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।