শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

চট্টগ্রামে করোনায় মৃতের দাফন-সৎকার করবেন রাহেলা-ইলিয়াছ

প্রকাশিতঃ ৮ এপ্রিল ২০২০ | ১১:৩২ পূর্বাহ্ন

চট্টগ্রাম : করোনায় আক্রান্ত মৃতব্যক্তিকে নিরাপদভাবে দাফন/সৎকার ব্যবস্থাপনার নির্দেশনা বা স্ট্যার্ন্ডাড অপারেটিং প্রসেজিওর ( SOP) শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৭ এপ্রিল) বিকেলে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বির সভাপতিত্বে সিভিল সার্জন কার্যালয়ে অনুষ্ঠিত সভায় ‘এসআইপিএফ মুর্দাসেবা প্রকল্প’র প্রশিক্ষণপ্রাপ্ত (মহিলা-পুরুষ) মুর্দাসেবাদানকারীরা স্বাস্থ্য অধিদপ্তর এবং ইসলামিক ফাউন্ডেশনের সার্বিক সহযোগিতায় বিশেষ ব্যবস্থাপনায় মৃত ব্যক্তির গোসল ও কাফনসেবা প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়।

এসময় বক্তব্য রাখেন ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক বোরহান উদ্দিন মো. আবু আহসান, এসআইপিএফ মৃতসেবা প্রকল্পপরিচালক মোহাম্মদ শাহজাহান, মৃতসেবক টিমলিডার রাহেলা বেগম, টিমলিডার মাওলানা মো. ইলিয়াছ প্রমুখ।