শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

চট্টগ্রামে ব্যাংক এশিয়ার আন্দরকিল্লা শাখা বন্ধ, ১৫ কর্মকর্তা কোয়ারেন্টিনে

প্রকাশিতঃ ৯ এপ্রিল ২০২০ | ৮:১১ অপরাহ্ন


চট্টগ্রাম : ব্যাংক এশিয়ার চট্টগ্রাম নগরের আন্দরকিল্লা শাখার ১৫ জন কর্মকর্তাকে হোম কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার বিকালে তাদের হোম কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে বলে জানান কোতোয়ালী থানার ওসি মোহাম্মদ মহসীন।

তিনি বলেন, গতকাল চট্টগ্রামে শনাক্ত হওয়া তিন করোনা রোগীর মধ্যে একজন হলেন পোশাক কারখানার এক কর্মকর্তা। তিনি অফিসের কাজে গত ১ এপ্রিল ব্যাংক এশিয়ার আন্দরকিল্লা শাখায় গিয়েছিলেন। বিষয়টি জানতে পেরে সিটি এসবি থেকে সংশ্লিষ্ট ব্যাংক কর্মকর্তাদের কোয়ারেন্টিনে পাঠাতে বলা হয়।

ওসি মহসীন বলেন, এরপর ব্যাংকে গিয়ে আমরা জানতে পারি, সেদিন শাখা ম্যানেজারসহ ১৫ জন কর্মকর্তা ওই করোনী রোগীকে ব্যাংকিং সেবা দিয়েছিলেন। তাই তাদেরকে ১৪ দিনের জন্য কোয়ারেন্টিনে যেতে বলা হয়েছে। তাই আন্দরকিল্লা শাখায় আপাতত ব্যাংকিং কার্যক্রম বন্ধ হয়ে গেছে।