রবিবার, ১৮ মে ২০২৫, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২

আলীকদমে বিয়েযাত্রীর জিপ খাদে পড়ে ১ নারী নিহত, আহত ২৩

বান্দরবান প্রতিনিধি | প্রকাশিতঃ ১৬ মে ২০২৫ | ৫:৪৪ অপরাহ্ন


বান্দরবানের আলীকদম উপজেলায় বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার পথে ম্রো সম্প্রদায়ের বহনকারী একটি জিপ নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ি খাদে পড়ে গেছে। এই দুর্ঘটনায় তনয়া ম্রো (২৮) নামের এক নারী ঘটনাস্থলে নিহত হয়েছেন এবং নারী-শিশুসহ অন্তত ২৩ জন আহত হয়েছেন।

আজ শুক্রবার (১৬ মে) বেলা ১১টার দিকে উপজেলার পানবাজার-কলারঝিরি সড়কে এ দুর্ঘটনা ঘটে।

আলীকদম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর্জা জহির উদ্দিন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ জানিয়েছে, হতাহত ব্যক্তিরা সবাই ম্রো সম্প্রদায়ের। বিয়েকে কেন্দ্র করে আয়োজিত একটি অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন তাঁরা।

জিপটি থানচির তংপংপাড়া থেকে নারী-পুরুষসহ প্রায় ৩০ জনকে নিয়ে আলীকদমের মেনপাপাড়া এলাকায় যাচ্ছিল। থানচির তংপংপাড়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা তুমরুই ম্রো জানান, ম্রো সমাজের প্রথা অনুযায়ী কনেপণ দেওয়ার জন্য বরপক্ষ মেনপাপাড়ায় যাচ্ছিল। হতাহত ব্যক্তিদের মধ্যে নারী-শিশুর সংখ্যাই বেশি ছিল।

ওসি মীর্জা জহির উদ্দিন জানান, জিপে ধারণক্ষমতা ছিল ১২-১৪ জন, কিন্তু গাড়িতে অন্তত ৩০ জনের মতো উঠেছিলেন। খাড়া পাহাড়ি সড়ক দিয়ে নামার সময় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় ৬০ ফুট গভীর খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তনয়া ম্রো মারা যান।

দুর্ঘটনায় আহত ব্যক্তিরা হলেন সুমন চাকমা (২৭), সোহেল চাকমা (৩২) ও দোলনেইয়ে চাকমা (৩০) সহ অন্তত ২৩ জন। আহতদের মধ্যে ১০ জনকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদের আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।