রবিবার, ১৮ মে ২০২৫, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২

বিবিরহাট থেকে নিখোঁজ কিশোরী হাটহাজারীতে উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি | প্রকাশিতঃ ১৮ মে ২০২৫ | ২:৪৮ অপরাহ্ন


চট্টগ্রাম নগরীর বিবিরহাট থেকে নিখোঁজ হওয়ার তিনদিন পর ১৬ বছর বয়সী এক কিশোরীকে হাটহাজারী থেকে উদ্ধার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। শনিবার রাতে উপজেলার মেখল ইউনিয়নের ফকিরহাট এলাকার একটি বাড়ি থেকে তাকে উদ্ধার করা হয়। পরে তাকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

র‍্যাব-৭ এর হাটহাজারী ক্যাম্প কমান্ডার পুলিশ সুপার সাইফুর রহমান রবিবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন। উদ্ধার হওয়া কিশোরীর নাম রেসমা (ছদ্মনাম)। সে নগরীর পাঁচলাইশ থানার ৭ নম্বর পশ্চিম ষোলশহর ওয়ার্ডের সুন্নিয়া মাদ্রাসা এলাকার বাসিন্দা।

র‍্যাব-৭ হাটহাজারী ক্যাম্পের ডিএডি মো. নুরুল আলম জানান, গত ১৫ মে (বৃহস্পতিবার) বিকাল আনুমানিক আড়াইটার দিকে রেসমা তার বাসা থেকে নিখোঁজ হয়। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে না পেয়ে পরদিন ১৬ মে (শুক্রবার) পাঁচলাইশ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। জিডির বিষয়টি র‍্যাবকে অবহিত করা হলে তারা তথ্যপ্রযুক্তির সহায়তায় শনিবার রাত সাড়ে ৮টার দিকে হাটহাজারী উপজেলার মেখল ইউনিয়নের ০৯ নম্বর ওয়ার্ডের ফকিরহাট বাজারের পূর্ব পাশে মৃত জালাল উদ্দিনের বাড়ি থেকে কিশোরীটিকে উদ্ধার করে।

উদ্ধারের পর কিশোরীকে তার পরিবার ও পাঁচলাইশ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান ডিএডি নুরুল আলম।

পাঁচলাইশ থানার মামলার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) নয়ন আহমেদ রবিবার সকালে বলেন, “জিডির পর আমরা বিষয়টি বিভিন্ন থানা পুলিশ ও র‍্যাব-৭ কে জানাই। র‍্যাব সদস্যরা কিশোরীটিকে উদ্ধার করে আমাদের কাছে হস্তান্তর করলে তাকে তার মায়ের হেফাজতে বুঝিয়ে দেওয়া হয়।”

এ বিষয়ে জানতে চাইলে ভুক্তভোগী কিশোরীর মা আনোয়ারা বেগমের মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও সেটি বন্ধ পাওয়া যায়।

হাটহাজারী মডেল থানার দ্বিতীয় কর্মকর্তা নাজমুল হাসান রবিবার বেলা সাড়ে ১১টার দিকে বলেন, “র‍্যাব বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে। যে থানা এলাকায় অভিযোগ থাকে, র‍্যাব আসামি গ্রেপ্তার বা ভিকটিমকে উদ্ধারের পর পরবর্তী পদক্ষেপের জন্য সেই থানা পুলিশের কাছে হস্তান্তর করে। গতকালের (শনিবারের) উদ্ধারের বিষয়ে আমাদের জানানো হয়নি।”