মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

একুশে পত্রিকা সম্পাদকের খালার মৃত্যু

প্রকাশিতঃ ২৩ জুলাই ২০২১ | ১০:৫৯ পূর্বাহ্ন


চট্টগ্রাম : একুশে পত্রিকা সম্পাদক আজাদ তালুকদারের খালা মমতাজ বেগম আর নেই।

আজ শুক্রবার সকাল ৭টার দিকে চট্টগ্রাম নগরের বহদ্দারহাট খাজা রোডের খলিফা পাড়ার নিজের বাসভবনে তিনি মারা যান।

৭৫ বছর বয়সী মমতাজ বেগমের শরীরে ক্যান্সারের জীবাণু ধরা পড়েছিল গত মাসে। এর আগে গত বছর মারা গিয়েছিলেন তাঁর স্বামী বাদশা মিয়া কন্ট্রাক্টর।

মমতাজ বেগম তিন ছেলে ও দুই মেয়ের জননী ছিলেন। মৃত্যুকালে তিনি পাঁচ ছেলে-মেয়ে, জামাতা ও পুত্রবধূসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন।

মমতাজ বেগমের বাবা আহমদ মিয়া সওদাগর ব্রিটিশ আমলে ‘বলি খেলার’ প্রবক্তা ছিলেন। ১৯৩০ এর দশকে উক্ত বলি খেলার যাত্রা শুরু হয়। তখনকার দিনে প্রশাসনের গুরুত্বপূর্ণ মানুষজন বলি খেলায় আসতেন।

কিন্তু পরবর্তী প্রজন্ম বলি খেলাটি আয়োজনের ধারাবাহিকতা ধরে রাখতে পারেননি, ফলে হারিয়ে যায়।

মমতাজ বেগমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন একুশে পত্রিকা সম্পাদক আজাদ তালুকদার।

তিনি মরহুমার বিদেহি আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

এক শোক বাণীতে আজাদ তালুকদার বলেন, ‘আমার মেজ খালা মমতাজ বেগম অসম্ভব গুণী একজন নারী। আমার মায়ের ভাই-বোনদের মধ্যে তিনি সবকিছুতে অগ্রসর ছিলেন।’

‘আমাদের আরেকজন খালা আছেন, আমার মায়ের চাচাতো বোন মরিয়ম বেগম; তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক ও একটি হলের হাউজ টিউটর ছিলেন। মরিয়ম বেগম ও মমতাজ বেগম দুইজনই সমবয়সী। ‘৫০ এর দশকের মাঝামাঝিতে মেয়েরা যখন ঘর থেকে বের হচ্ছিলেন না। তখন তারা হোস্টেলে থেকে পড়াশোনা করেন।’

এদিকে আজ শুক্রবার জুমার নামাজের পর পারিবারিক কবরস্থানে মমতাজ বেগমকে দাফন করার কথা রয়েছে।