শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬, ৪ মাঘ ১৪৩২

শোকর-এ মওলা মঞ্জিলের মাসিক সভা সম্পন্ন

| প্রকাশিতঃ ২৯ এপ্রিল ২০২৪ | ৭:৩৮ অপরাহ্ন


চট্টগ্রাম : মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ, আশেকানে হক ভাণ্ডারী, শোকর-এ মওলা মঞ্জিলের মাসিক সভা, মিলাদ ও সেমা মাহফিল গত শুক্রবার সন্ধ্যায় অনুষ্ঠিত হয়েছে।

শোকর-এ মওলা মঞ্জিল মিলনায়তনে অনুষ্ঠিত ওই সভায় সভাপতিত্ব করেন সৈয়দ শফিউল আজিম সুমন। সংগঠনের সাধারণ সম্পাদক সৈয়দ গোফরান উদ্দীন ফরহাদের সঞ্চালনায় এই সভা অনুষ্ঠিত হয়।

উক্ত মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদের সিনিয়র সদস্য মুহাম্মদ শাহেদ আলী চৌধুরী মাইজভাণ্ডারী। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, মাইজভাণ্ডার দরবার হচ্ছে ‘রুহুল আশেকীন’ তথা প্রাণে প্রাণে কাজ-কারবার। মানব মুক্তি ও হেদায়তের প্রয়োজনে মওলা হুজুর মাইজভাণ্ডারী কেবলা কাবার কাজে-কর্মে ও বচনে ‘এলমুল গায়েব’ প্রকাশিত হচ্ছে।

সভার সমাপ্তির পর মিলাদ ও সেমা মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিল পরিচালনা করেন সংগঠনের প্রবাসী সদস্য মুহাম্মদ গোলাম মওলা রনি। এতে উপস্থিত ছিলেন শোকর-এ মওলা মঞ্জিল ও জ্যোতি ফোরামের কর্মকর্তা ও সদস্যবৃন্দ।