
চট্টগ্রামের হাটহাজারীতে রাতের আঁধারে ফসলি জমির উর্বর মাটি বা ‘টপসয়েল’ কাটার অপরাধে মো. নাছির (৪০) নামের এক ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার (১৬ জানুয়ারি) ভোর সাড়ে ৩টার দিকে উপজেলার ধলই ইউনিয়নের মনিয়া পুকুর পাড় এলাকায় এই অভিযান পরিচালনা করেন হাটহাজারী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহেদ আরমান।
দণ্ডপ্রাপ্ত মো. নাছির উদ্দিন উপজেলার একই এলাকার বাসিন্দা।
আদালত সূত্রে জানা যায়, একটি চক্র ধলই এলাকায় এক্সকাভেটর বা মাটি কাটার যন্ত্র বসিয়ে অবৈধভাবে ফসলি জমির উপরিভাগের মাটি কেটে বিক্রি করছে—এমন সংবাদের ভিত্তিতে শুক্রবার শেষ রাতে সেখানে অভিযান চালায় উপজেলা প্রশাসন। এ সময় ঘটনাস্থল থেকে মাটি কাটায় জড়িত নাছিরকে আটক করা হয়।
পরে জিজ্ঞাসাবাদে তিনি অবৈধভাবে টপসয়েল কাটার অপরাধ স্বীকার করেন। অভিযোগ প্রমাণিত হওয়ায় ‘বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন’ অনুযায়ী তাকে এক লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। অর্থদণ্ড আদায়ের পাশাপাশি ভবিষ্যতে এমন কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্যও তাকে সতর্ক করা হয়েছে। অভিযানে হাটহাজারী মডেল থানা পুলিশের একটি দল সহযোগিতা করে।
বিষয়টি নিশ্চিত করে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহেদ আরমান জানান, ফসলি জমি রক্ষা এবং জনস্বার্থ নিশ্চিত করতে প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।