শুক্রবার, ১৬ জানুয়ারি ২০২৬, ৩ মাঘ ১৪৩২

পটিয়ায় বিস্ফোরক মামলায় সৈনিক লীগ সাধারণ সম্পাদক গ্রেপ্তার

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি | প্রকাশিতঃ ১৫ জানুয়ারী ২০২৬ | ৫:২৩ অপরাহ্ন


চট্টগ্রামের পটিয়া উপজেলা সৈনিক লীগের সাধারণ সম্পাদক নাছির মিঞাকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বেলা ৩টার দিকে উপজেলার শান্তিরহাট বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

নাছির উপজেলার কোলাগাঁও ইউনিয়নের মৃত দিলু মিয়ার ছেলে।

পুলিশ জানায়, আসন্ন নির্বাচনকে সামনে রেখে একটি চক্র পরিস্থিতি অস্থিতিশীল করার তৎপরতা চালাচ্ছে—এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে। এরই ধারাবাহিকতায় ‘ডেভিলহান্ট ফেজ-২’ নামের বিশেষ অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে নাছির মিঞাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে পটিয়া থানায় বিস্ফোরক আইনে মামলা রয়েছে।

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক জানান, গ্রেপ্তার নাছির মিঞাকে সংশ্লিষ্ট মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।