
কক্সবাজারের চকরিয়ায় হানিফ পরিবহনের যাত্রীবাহী বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আহত বাপ্পি মল্লিক মারা গেছেন। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সকালে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম থেকে ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।
নিহত ৩৮ বছর বয়সী বাপ্পি মল্লিক চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মল্লিক পাড়ার বাসিন্দা। তিনি স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে সহকারী টেকনিশিয়ান হিসেবে কর্মরত ছিলেন।
এর আগে বুধবার দুপুরে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া উপজেলার ইসলামনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, মঙ্গলবার মল্লিক পাড়ায় অনুষ্ঠিত একটি ধর্মীয় অনুষ্ঠানের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছিলেন বাপ্পি। বুধবার দুপুরে বাড়ির জন্য বাথরুমের দরজা কিনতে মোটরসাইকেল নিয়ে হারবাং থেকে চকরিয়া পৌরশহরে যাচ্ছিলেন তিনি। পথে ইসলামনগর এলাকায় পৌঁছালে কক্সবাজারমুখী হানিফ পরিবহনের একটি বাস একটি টমটমকে ওভারটেক করতে গিয়ে বাপ্পির মোটরসাইকেলে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন।
দুর্ঘটনার পরপরই স্থানীয়রা তাকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে বুধবার রাতেই তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা সেখান থেকে তাকে ঢাকায় স্থানান্তরের পরামর্শ দেন। বৃহস্পতিবার সকালে অ্যাম্বুলেন্সযোগে ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।
চিরিঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুল আমিন জানান, দুর্ঘটনার পরপরই ঘাতক বাসটি জব্দ করা হয়েছে। তবে চালক ও সহকারী পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি। মরদেহ থানায় পৌঁছালে আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।