শুক্রবার, ১৬ জানুয়ারি ২০২৬, ৩ মাঘ ১৪৩২

হালদা নদী থেকে দেড় লাখ টাকার অবৈধ জাল জব্দ

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি | প্রকাশিতঃ ১৫ জানুয়ারী ২০২৬ | ১১:৪৫ পূর্বাহ্ন


এশিয়ার একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র ও বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ হালদা নদীতে অভিযান চালিয়ে এক হাজার ৪০০ মিটার অবৈধ চরঘেরা জাল জব্দ করেছে মৎস্য অধিদপ্তর। জব্দ করা আটটি জালের আনুমানিক বাজারমূল্য প্রায় দেড় লাখ টাকা।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) ভোররাত সাড়ে ৩টা থেকে সকাল ১০টা পর্যন্ত হাটহাজারী উপজেলার বিভিন্ন পয়েন্টে এই অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মো. শওকত আলী।

মৎস্য অফিস সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে হালদা নদীর রামদাস হাট থেকে নাংলমোড়া পর্যন্ত অভিযান চালানো হয়। এ সময় আজিমের ঘাট, উত্তর মেখল ও ছিপাতলীসহ বিভিন্ন পয়েন্ট থেকে আটটি অবৈধ চরঘেরা জাল জব্দ করা হয়। তবে অভিযান পরিচালনার বিষয়টি টের পেয়ে অপরাধীরা দ্রুত সটকে পড়ে।

অভিযানে সহায়তা করেন হালদা নদীর অস্থায়ী নৌ পুলিশ ক্যাম্পের এএসআই রমজান আলী ও সঙ্গীয় ফোর্স। এছাড়া সহযোগিতায় ছিলেন হালদা প্রকল্পের পাহারাদার আলমগীর, শহীদুল্লাহ, হোসাইন, সেকান্দার ও আদিল।

উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মো. শওকত আলী জানান, জব্দ করা জালগুলো শুকানোর পর স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে পুড়িয়ে ধ্বংস করা হবে। হালদা নদীর সম্পদ ও কার্প জাতীয় মা মাছ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।