শুক্রবার, ১৬ জানুয়ারি ২০২৬, ৩ মাঘ ১৪৩২

লোহাগাড়ায় যৌথ বাহিনীর অভিযান, অস্ত্র-গুলি ও ড্রোনসহ যুবক গ্রেপ্তার

লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি | প্রকাশিতঃ ১৫ জানুয়ারী ২০২৬ | ৯:০০ অপরাহ্ন


চট্টগ্রামের লোহাগাড়ায় যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও গোলাবারুদসহ মো. রিফাত নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিকেল ৫টার দিকে উপজেলার চরম্বা ইউনিয়নের তেলিবিলা এলাকায় অভিযান চালিয়ে তাকে ধরা হয়।

গ্রেপ্তার ৩২ বছর বয়সী রিফাত ওই এলাকার মো. সিদ্দিক সওদাগরের ছেলে।

অভিযানে রিফাতের কাছ থেকে দুটি এলজি, সাত রাউন্ড কার্তুজ, ৯টি চাকু, একটি চাপাতি ও একটি স্টিল স্টিক উদ্ধার করা হয়। এছাড়া তার হেফাজত থেকে একটি ড্রোন, দুটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, ছয়টি বাটন ফোন এবং প্রায় দুই লিটার দেশীয় মদ জব্দ করা হয়েছে।

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল জলিল বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, যৌথ অভিযানে রিফাতকে গ্রেপ্তারের পর তার বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা করা হয়েছে। শুক্রবার তাকে আদালতে পাঠানো হবে।