শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬, ৪ মাঘ ১৪৩২

চট্টগ্রামে রেফারিদের এজিএম সম্পন্ন: পুরস্কৃত হলেন জ্যেষ্ঠ ও উদীয়মান রেফারিরা

একুশে পত্রিকা সম্পাদক নজরুল কবির দীপুকে বিশেষ সম্মাননা
একুশে প্রতিবেদক | প্রকাশিতঃ ১৬ জানুয়ারী ২০২৬ | ১১:৪৯ অপরাহ্ন


চট্টগ্রাম জেলা ফুটবল রেফারি এসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে সাধারণ সম্পাদক হিসেবে পুনরায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন সাবেক ফিফা রেফারি আব্দুল হান্নান মিরন। তবে সরকারি নিষেধাজ্ঞার কারণে কার্যনির্বাহী সদস্য পদের নির্বাচন স্থগিত করা হয়েছে।

শুক্রবার (১৬ জানুয়ারি) সকালে নগরীর সিজেকেএস কনভেনশন হলে এই সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এসোসিয়েশনের সভাপতি হোসাইন মোহাম্মদ কবির ভূঁইয়া।

সভায় নির্বাচন কমিশনের চেয়ারম্যান তাহের আহমেদ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতদের নাম ঘোষণা করেন। নির্বাচিতরা হলেন—সহ-সভাপতি পদে মঞ্জুরুল ইসলাম ও শামসুল আলম, সাধারণ সম্পাদক পদে আব্দুল হান্নান মিরন, যুগ্ম সম্পাদক পদে হেলাল উদ্দিন টিপু, কোষাধ্যক্ষ পদে শরীফুজ্জামান খান টিপু এবং দপ্তর সম্পাদক পদে গোলাম মাওলা।

কমিশন জানায়, সরকারি নিষেধাজ্ঞার কারণে সদস্য পদের নির্বাচন আজ অনুষ্ঠিত হয়নি। পরবর্তীতে সুবিধাজনক সময়ে এই নির্বাচন অনুষ্ঠিত হবে। এ সময় কমিশনের সদস্য এহসানুল হক শাওন ও এডিসন চাকমা উপস্থিত ছিলেন।

সভায় এসোসিয়েশনে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ একুশে পত্রিকা সম্পাদক নজরুল কবির দীপু, হামিদুর রহমান, সোহেল রানা, হাজী দিদারুল আলম ও রুবেল বড়ুয়াকে ক্রেস্ট প্রদান করা হয়। এছাড়া ৩য় শ্রেণি থেকে ২য় শ্রেণিতে উত্তীর্ণদের ক্রেস্ট, ২য় শ্রেণি থেকে ১ম শ্রেণিতে উত্তীর্ণদের ব্লেজার, ১ম শ্রেণি থেকে জাতীয় রেফারি এবং জাতীয় রেফারি থেকে ফিফা রেফারি হিসেবে উত্তীর্ণদের বিশেষ সম্মাননা দেওয়া হয়। এসোসিয়েশনের মিডিয়া ম্যানেজার শরফ উদ্দিন ও অনুষ্ঠান সঞ্চালক হেলাল উদ্দিন টিপুকেও বিশেষ পুরস্কার প্রদান করা হয়।

এর আগে সাধারণ সভায় স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সভা উপকমিটির চেয়ারম্যান মাহাবুব আলম রাজীব। পবিত্র কোরআন তেলাওয়াত করেন দিদারুল ইসলাম, গীতা পাঠ করেন অন্তরা দাশ এবং ত্রিপিটক পাঠ করেন রুবেল বড়ুয়া। বিগত সাধারণ সভা ও বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন সাধারণ সম্পাদক আব্দুল হান্নান মিরন। এছাড়া ২০২৪ ও ২০২৫ সালের আয়-ব্যয়ের হিসাব এবং ২০২৬ সালের সম্ভাব্য বাজেট কোষাধ্যক্ষের পক্ষে উপস্থাপন করেন দপ্তর সম্পাদক এ এম এম সৈকত।

সাধারণ আলোচনায় অংশ নেন আজীবন সদস্য ফরহাদ হোসেন চৌধুরী, আবদুর রাজ্জাক মল্লিক ও হাজি তৈয়ব আলী। শুভেচ্ছা বক্তব্য রাখেন বাংলাদেশ ফুটবল রেফারিজ এসোসিয়েশনের নির্বাহী সদস্য সোহেল শাহাদাত ও আজীবন সদস্য আমিনুল ইসলাম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া কর্মকর্তা আব্দুল বারী।