একুশে পত্রিকায় সংবাদের পর ‘ঝুঁকিপূর্ণ’ ভবনের কাজ বন্ধের নির্দেশ


চট্টগ্রামের ফটিকছড়ির নাজিরহাট পৌরসভা কর্তৃপক্ষের অনুমোদন ছাড়াই গড়ে তোলা সেই পাঁচ তলা ভবনের নির্মাণকাজ বন্ধের নির্দেশ দিয়েছে প্রশাসন।

বুধবার সকালে একুশে পত্রিকার অনলাইনে অনুমোদন ছাড়াই ৫ তলা ভবন, ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রশাসকের শিরোনামে সংবাদ প্রকাশের পরপরই পৌর কর্তৃপক্ষ এ পদক্ষেপ নেয়।

নাজিরহাট বাজারের আহমদিয়া মাদ্রাসার সামনে দিদারুল আলম নামের এক ব্যক্তি কর্তৃপক্ষের অনুমোদন ছাড়াই ভবনটি সম্প্রসারণ করছিলেন বলে অভিযোগ ওঠে। ২০০৭ সালে নির্মিত একতলা ভবনটি ২০১৪ সালে দোতলায় উন্নীত করা হয় এবং বর্তমানে সেটিকে পাঁচ তলায় রূপান্তর করার কাজ চলছিল।

ভবন ধসের আশঙ্কায় মঙ্গলবার পার্শ্ববর্তী ভবনের মালিক আব্দুল হালিম পৌরসভায় লিখিত অভিযোগ দেন।

স্থানীয়রা জানান, এলাকাটি আগে ইউনিয়নভুক্ত থাকায় ভবন নির্মাণে কোনো বিধিমালা মানা হতো না। এখনো অনেকে প্রকৌশলীর পরামর্শ বা শক্ত ভিত্তি ছাড়াই রাজমিস্ত্রির কথায় পুরনো একতলা বা দোতলা ভবনের ওপর অতিরিক্ত তলা যোগ করছেন। এতে মাঝারি মাত্রার ভূমিকম্পেও বড় ধরনের ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে।

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নাজিরহাট পৌরসভার প্রশাসক মো. নজরুল ইসলাম জানান, ভবনটির বর্ধিত অংশের কাজ বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। একইসঙ্গে ভবন মালিককে প্রয়োজনীয় কাগজপত্রসহ পৌরসভায় উপস্থিত হতে বলা হয়েছে। নিয়মবহির্ভূতভাবে নির্মিত ভবনের অংশ অবশ্যই ভেঙে ফেলা হবে বলে হুঁশিয়ার করেন তিনি।