সেই ‘লম্পট পুলিশ’র বিরুদ্ধে মামলার তদন্ত কর্মকর্তা পরিবর্তন

CMPচট্টগ্রাম: ধর্ষণের অভিযোগে চট্টগ্রাম আদালত পুলিশের সদস্য মোঃ নাজিমের বিরুদ্ধে দায়েরকৃত বিভাগীয় মামলার তদন্ত কর্মকর্তা পরিবর্তন হয়েছে। নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (প্রসিকিউশন) নির্মলেন্দু বিকাশ চক্রবর্তীকে সরিয়ে মামলাটি তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (ট্রাফিক) শাকিলা সুলতানাকে।

চট্টগ্রাম মহানগর পুলিশের কমিশনার ইকবাল বাহার এ অাদেশ দেন।

বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (ট্রাফিক) শাকিলা সুলতানা বলেন, মামলাটি তদন্তের জন্য আমি দায়িত্ব পেয়েছি। ইতিমধ্যে আমি কাজ শুরু করে দিয়েছি।

প্রসঙ্গত সাজানো বিয়ের মাধ্যমে চট্টগ্রাম আদালতের দায়িত্ব থাকা নাজিম নামের এক পুলিশ সদস্যের লালসার শিকার হয়েছিলেন ওই নারী। ফলে নারীটি তার বিরুদ্ধে পুলিশের উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে অভিযোগ দায়ের করলে নাজিমের বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়ের হয়। সাক্ষ্য দিতে তিনি ওই মামলার তদন্ত কর্মকর্তা নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (প্রসিকিউশন) নির্মলেন্দু বিকাশ চক্রবর্তীর কার্যালয়ে গেলে গত ১৮ আগস্ট পুলিশ কনস্টেবল রাসেলের হাতে লাঞ্ছিত হন ওই নারী।

ভুক্তভোগী ওই নারী সেসময় একুশে পত্রিকার কাছে অভিযোগ করেছিলেন, লাঞ্ছিত হওয়ার সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (প্রসিকিউশন) নির্মলেন্দু বিকাশ চক্রবর্তী। এসময় ওই নারী তার দৃষ্টি আকর্ষণ করে বিষয়টি জানালেও তিনি কর্ণপাত না করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন।

এ নিয়ে ‘পুলিশের লালসার সাক্ষ্য দিতে গিয়ে পুলিশের হাতেই লাঞ্ছিত’ শিরোনামে প্রতিবেদন প্রকাশ করে একুশে পত্রিকা।