
আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি : একুশে পত্রিকায় সংবাদ প্রকাশের পর অসুস্থ শিশুর পিতাকে প্রকাশ্যে মারধর করা আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সের ‘সেই কর্মচারী’ হুমায়ুন আজাদকে ক্লোজড করা হয়েছে।
আনোয়ারা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবু জাহিদ মোহাম্মদ সাইফউদ্দীন বিষয়টি একুশে পত্রিকাকে নিশ্চিত করেছেন।
এর আগে শনিবার ‘আনোয়ারায় অসুস্থ শিশুর বাবাকে মারলেন হাসপাতালের কর্মচারী’ শিরোনামে ভিডিওসহ প্রতিবেদন প্রকাশ করে একুশে পত্রিকা। দেশ-বিদেশে ভাইরাল হয় সেই প্রতিবেদন ও মারধরের ভিডিও। একুশে পত্রিকার পেইজে শত শত মানুষ এই ঘটনার নিন্দা জানিয়ে হুমায়ুন আজাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
এরপরই হাসপাতাল কর্তৃপক্ষ বিতর্কিত কর্মচারী হুমায়ুন আজাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে উদ্যোগী হয় এবং তাকে ক্লোজড করে।
এ প্রসঙ্গে আনোয়ারা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবু জাহিদ মোহাম্মদ সাইফউদ্দীন একুশে পত্রিকাকে জানান, রোগীর বাবার সাথে হাসপাতালের বহিঃবিভাগের কর্মচারীর সাথে টিকেট নিয়ে মারামারির সংবাদ একুশে পত্রিকায় দেখার সাথে সাথে হুমায়ুন আজাদকে সাময়িকভাবে ক্লোজড করা হয়েছে।
এই ঘটনা সিভিল সার্জন স্যারও অবগত আছেন। ঘটনার তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান এ কর্মকর্তা।
https://www.facebook.com/EkusheyPatrika/videos/178426120203433/
একুশে/জেএ/এটি
