শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬, ৪ মাঘ ১৪৩২

আনোয়ারায় অসুস্থ শিশুর বাবাকে মারলেন হাসপাতালের কর্মচারী (ভিডিও)

| প্রকাশিতঃ ২৬ জানুয়ারী ২০২০ | ১২:০৭ পূর্বাহ্ন


আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি: আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শিশুপুত্রকে চিকিৎসার জন্য নিয়ে গিয়ে মার খেতে হয়েছে হতভাগ্য বাবাকে।

শনিবার সকাল সাড়ে ১১টার দিকে স্বাস্থ্য কমপ্লেক্সের বহিঃবিভাগে দায়িত্বরত চতুর্থ শ্রেণীর কর্মচারী হুমায়ুন আজাদ এই কাণ্ড ঘটান।

প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার সকালে বহিঃবিভাগে শিশুপুত্রকে ডাক্তার দেখাতে যান আনোয়ারা উপজেলার বারখাইন ইউনিয়নের এক ব্যক্তি। সে সময় তিনি টিকিট চাইলে বহিঃবিভাগের কর্মচারী হূমায়ুন আজাদ রেগে যান। রেগে যাওয়ার কারণ জানতে চাইলে তার উপর হামলে পড়েন হুমায়ুন, তাকে মারতে থাকেন। ওই সময় হাসপাতালে ভীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়, কেঁদে দেন ওই ব্যক্তির স্ত্রী ও সন্তান।

অভিযোগ রয়েছে, চতুর্থ শ্রেণীর কর্মচারী হূমায়ুন আজাদ প্রায়ই রোগীদের সঙ্গে খারাপ আচরণ করেন। তিনি নিজেকে একটি রাজনৈতিক দলের কর্মী হিসাবে জাহির করেন আর প্রভাব বিস্তার করেন। তার আচরণে হাসপাতালের চিকিৎসক-কর্মচারীরাও অতিষ্ঠ। হুমায়ুন প্রায়ই বলে বেড়ান, আমি শুধু চাকুরিই করি না, আমি রাজনীতিও করি।

অসুস্থ শিশুর বাবাকে মারধরের ব্যাপারে হুমায়ুন আজাদ বলেন, রোগীর চাপ থাকায় টিকিট নিয়ে কথা কাটাকাটি হয়েছিল। আমি কাউকে মারিনি।

আনোয়ারা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু জাহিদ মোহাম্মদ সাইফুদ্দীন বলেন, আসলে দুজনই মেজাজ ধরে রাখতে পারেননি বলে এ ঘটনা ঘটেছে। তবে বিষয়টি মিটমাট হয়ে গেছে।

 

https://www.facebook.com/EkusheyPatrika/videos/178426120203433/?t=2