শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬, ৪ মাঘ ১৪৩২

সরু সড়কে বেপরোয়া গতি, ফটিকছড়িতে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি | প্রকাশিতঃ ১৭ জানুয়ারী ২০২৬ | ১:৩৮ অপরাহ্ন


চট্টগ্রামের ফটিকছড়িতে চাঁদের গাড়ি (জিপ) ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মো. শাকিল উদ্দিন (৪০) নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আলাউদ্দিন তালুকদার (৩৮) নামে আরও একজন গুরুতর আহত হয়েছেন।

শনিবার (১৭ জানুয়ারি) সকালে উপজেলার খিরাম সড়কের লম্বাটিলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শাকিল উপজেলার খিরাম ইউনিয়নের বাতান বাপের বাড়ির আব্দুল কাদেরের ছেলে। আহত আলাউদ্দিন চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে লম্বাটিলা এলাকায় একটি বেপরোয়া গতির চাঁদের গাড়ি বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ ঘটায়। এতে মোটরসাইকেলে থাকা শাকিল ও আলাউদ্দিন ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে নাজিরহাটের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শাকিলকে মৃত ঘোষণা করেন।

আহত আলাউদ্দিনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন।

স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন সৌরভ বলেন, “দুই গাড়ির মুখোমুখি সংঘর্ষে হতাহতের খবর পেয়েছি। ভুক্তভোগীদের প্রয়োজনীয় আইনি সহায়তা দেওয়ার চেষ্টা করছি।”

ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম জানান, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করেছে এবং আহত ব্যক্তিকে মেডিকেলে পাঠানোর ব্যবস্থা করেছে। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছেন, খিরাম সড়কের মতো সরু পথে চাঁদের গাড়িগুলো অতিরিক্ত গতিতে চলাচল করে। এসব গাড়ির চালকদের অধিকাংশই অদক্ষ। প্রশাসনের নজরদারির অভাবে প্রায়ই এমন দুর্ঘটনা ঘটছে বলে দাবি করেন তারা।