চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এবং সাবেক উপজেলা মৎস্যজীবী লীগের সভাপতি মোজাম্মেল হক ভোলাকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ শনিবার ভোরে সাতকানিয়া পৌরসভার আশেকের পাড়ার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে সাতকানিয়া থানার উপ-পরিদর্শক মাহবুবুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তার অবস্থান নিশ্চিত করে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ভোলা এজাহারভুক্ত পলাতক আসামি। তাকে বিকেলে আদালতে সোপর্দ করা হয়েছে বলেও উপ-পরিদর্শক মাহবুবুর রহমান জানিয়েছেন।
ভোলা আশেকের পাড়ার মৃত রফিকুল ইসলামের ছেলে এবং পৌরসভার সাবেক কাউন্সিলর ছিলেন।