সোমবার, ১৯ মে ২০২৫, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২

চট্টগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুজনের মৃত্যু, কারণ অনুসন্ধানে পুলিশ

একুশে প্রতিবেদক | প্রকাশিতঃ ১৮ মে ২০২৫ | ৭:২১ অপরাহ্ন


চট্টগ্রাম নগরের জিইসি মোড় এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুজনের মৃত্যু হয়েছে। রোববার (১৮ মে) দুপুরে এম এম আলী রোডে শহীদ আব্দুল হালিম কলেজের পাশে বশর ভিলা নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন মো. তৈয়ব (৪৫) ও রবিউল (১৪)। তৈয়ব চট্টগ্রামের মিরসরাই উপজেলার পূর্ব গোলমগরা এলাকার নুর জাহানের ছেলে এবং রবিউল কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলার জাবিরপাড়া এলাকার হুমায়ুনের ছেলে বলে পুলিশ জানিয়েছে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক জানান, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত অবস্থায় দুজনকে হাসপাতালে নিয়ে আসা হলে জরুরি বিভাগের চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, “কীভাবে তারা বিদ্যুৎস্পৃষ্ট হয়েছেন, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। মরদেহ দুটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। স্বজনরা এলে মরদেহ হস্তান্তর করা হবে।”