সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬, ৬ মাঘ ১৪৩২

ফাইনালে রশিদ খানের খেলা অনিশ্চিত

| প্রকাশিতঃ ২২ সেপ্টেম্বর ২০১৯ | ৭:২৮ অপরাহ্ন


ঢাকা: ফাইনালে রশিদ খানের খেলা অনিশ্চিত। শনিবারের ম্যাচে পায়ের মাংস পেশিতে চোট পান আফগান অধিনায়ক। ফা্ইনালের আগে দলের সেরা খেলোয়াড় ইনজুরিতে থাকায় চিন্তিত আফগান শিবির। ফাইনালের বাকী আছে এখনও দুই দিন। শেষ পর্যন্ত তার জন্য অপেক্ষা করেবে আফগান টিম ম্যানেজমেন্ট।

অধিনায়কের চোট দলটির জন্য বড় চিন্তার কারণ হয়ে দাঁড়াল। কারণ, অধিনায়কের পাশাপাশি দলের ভরসার মুখ এই লেগস্পিনার।

আফগানিস্তানের ম্যানেজার নাজিম জার আবদুর রহিম জাই বলেন, ফাইনালে রশিদ খান থাকবে কিনা, সেটা এখন বলা কঠিন। সে ভালো হওয়ার পথে। আমরা তার জন্য অপেক্ষায় আছি। হাতে কিছুটা সময় আছে আমাদের। আশা করছি, গুরুতর কোন ইনজুরি নয়। তিনি আমাদের অধিনায়ক এবং দলের অতি গুরুত্বপূর্ণ খেলোয়াড়। যেকোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আমরা ভালোভাবে তার ইনজুরি অবস্থা পর্যবেক্ষণ করব।

বাংলাদেশের ইনিংসের ৭.৫ ওভারে মোহাম্মদ নবির বলে ফিল্ডিং করার সময় বাঁ পায়ের মাংসপেশিতে টান লাগে রশিদ খানের। সঙ্গে সঙ্গেই মাটিতে লুটিয়ে পড়েন তিনি। মিনিট কয়েক বাদে মাঠ ছাড়তে বাধ্য হন। পরে অবশ্য ফের মাঠে নামেন আফগানিস্তান অধিনায়ক।