
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী এনামুল হক এনামের নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। পটিয়া উপজেলার সাবেক সদস্য সচিব খোরশেদ আলমকে আহ্বায়ক এবং সাবেক যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম শফিককে সদস্য সচিব করে এই কমিটি গঠন করা হয়।
রোববার (১৮ জানুয়ারি) ৬৬ সদস্যবিশিষ্ট এই কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটি (আংশিক) ঘোষণা করা হয়।
নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়ক মঈনুল আলম ছোটন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, নির্বাচনী কার্যক্রম সুষ্ঠু, সুশৃঙ্খল ও গতিশীলভাবে পরিচালনার লক্ষ্যে দলের জ্যেষ্ঠ ও সক্রিয় নেতাদের সমন্বয়ে এই কমিটি গঠন করা হয়েছে।
কমিটিতে পটিয়া উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়করা, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি ও এর অঙ্গ এবং সহযোগী সংগঠনে দায়িত্বরত পটিয়ার নেতারা স্থান পেয়েছেন। এছাড়া উপজেলার ১৭টি সাংগঠনিক ইউনিয়নের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ, ইউনিয়ন পর্যায়ের বর্তমান আহ্বায়ক ও সদস্য সচিব এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষ নেতাদের এই কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। প্রার্থীর সুপারিশপ্রাপ্ত বিশেষ নেতাদেরও কমিটিতে রাখা হয়েছে।
সমন্বয়ক মঈনুল আলম ছোটন আরও জানান, বর্তমানে ৬৬ সদস্যবিশিষ্ট আংশিক কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটি ঘোষণা করা হয়েছে। তবে নির্বাচনী কার্যক্রমের প্রয়োজনে এবং জ্যেষ্ঠ নেতাদের পরামর্শক্রমে ভবিষ্যতে এই কমিটিতে নতুন সদস্য অন্তর্ভুক্ত করা হতে পারে।