শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬, ৪ মাঘ ১৪৩২

আইনি সেবায় সততার স্বীকৃতি, ভোকেশনাল এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেলেন এরশাদুল ইসলাম

রোটারি ক্লাব সাগরিকার সম্মাননা, পুরস্কৃত হলেন স্বাস্থ্য ও শিক্ষা খাতের আরও দুজন
পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি | প্রকাশিতঃ ১৭ জানুয়ারী ২০২৬ | ৯:৪৩ অপরাহ্ন


সরকারি আইনি সহায়তা কার্যক্রমে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের মাধ্যমে অসহায় বিচারপ্রার্থীদের সেবা দেওয়ার স্বীকৃতি হিসেবে ‘ভোকেশনাল এক্সিলেন্স অ্যাওয়ার্ড’ পেয়েছেন চট্টগ্রাম জেলা লিগ্যাল এইড অ্যাসিস্ট্যান্ট মোহাম্মদ এরশাদুল ইসলাম।

শুক্রবার (১৬ জানুয়ারি) সন্ধ্যায় নগরীর চিটাগাং ক্লাবের গেস্ট হলরুমে রোটারি ক্লাব সাগরিকার উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে তাকে এই সম্মাননা প্রদান করা হয়। ক্লাবের ভোকেশনাল সেবা মাস উপলক্ষে এই সভার আয়োজন করা হয়েছিল।

আয়োজকরা জানান, আর্থিকভাবে অসচ্ছল বিচারপ্রার্থী জনগণকে সরকারি আইনি সহায়তা পাওয়ার ক্ষেত্রে সততা ও দায়িত্বশীলতার সঙ্গে সহযোগিতা করার স্বীকৃতিস্বরূপ এরশাদুল ইসলামকে এই অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে।

ক্লাব সভাপতি রোটারিয়ান মো. ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার তুলে দেন সাউদার্ন ইউনিভার্সিটির উপাচার্য রোটারিয়ান ড. শরীফ আশরাফুজ্জামান। অনুষ্ঠানে গেস্ট অব অনার ছিলেন সামিট এলায়েন্স পোর্ট লিমিটেডের (এসপিএল) পরিচালক ও চিফ অপারেটিং অফিসার ক্যাপ্টেন কামরুল ইসলাম মজুমদার।

একই অনুষ্ঠানে নিজ নিজ ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য আরও দুই বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা জানানো হয়। স্বাস্থ্য খাতে অবদানের জন্য শামসুন নাহার খান নার্সিং কলেজের অধ্যক্ষ স্মৃতি রানী ঘোষ এবং শিক্ষা ক্ষেত্রে অনন্য ভূমিকার জন্য চট্টগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নুরুল আমিনকে ভোকেশনাল এক্সিলেন্স অ্যাওয়ার্ড প্রদান করা হয়।