শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬, ৪ মাঘ ১৪৩২

ভবিষ্যতের পথ সুগমে শিক্ষার্থীদের মোবাইল ছাড়ার তাগিদ বোর্ড পরিদর্শকের

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি | প্রকাশিতঃ ১৭ জানুয়ারী ২০২৬ | ৮:৪১ অপরাহ্ন


ভবিষ্যতে উচ্চশিক্ষার পথ সুগম করতে শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহারের আসক্তি ত্যাগ করার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের কলেজ পরিদর্শক প্রফেসর ড. মোহাম্মদ সরওয়ার আলম।

তিনি বলেছেন, একাদশ ও দ্বাদশ শ্রেণি শিক্ষার্থীদের জীবনের মোড় ঘোরানোর সময়, তাই এই দুই বছর প্রযুক্তির অপব্যবহার রোধ করে পড়াশোনায় মনোযোগী হতে হবে।

কক্সবাজারের চকরিয়া উপজেলার ডুলাহাজারা ডিগ্রি কলেজ পরিদর্শনকালে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। ঐতিহ্যবাহী এই শিক্ষা প্রতিষ্ঠানটির স্বীকৃতি নবায়নের লক্ষ্যে গত ১৪ জানুয়ারি তিনি কলেজটি পরিদর্শন করেন।

কলেজ মিলনায়তনে আয়োজিত শিক্ষার্থী, শিক্ষক ও গভর্নিং বডির সদস্যদের নিয়ে সমন্বিত এই সভায় প্রধান অতিথির বক্তব্যে ড. সরওয়ার আলম বলেন, একটি কলেজে একাদশ ও দ্বাদশ শ্রেণির লেখাপড়া শিক্ষার্থীদের জন্য উচ্চশিক্ষা অর্জনের ‘টার্নিং পয়েন্ট’। এই দুই বছর শিক্ষার্থীদের নিয়মিত শ্রেণি কার্যক্রমে উপস্থিতি নিশ্চিত করতে হবে। দৈনিক রুটিন মোতাবেক পড়ালেখার অভ্যাস গড়ে তোলা এবং মোবাইল ফোন বর্জনের বিষয়ে সবচেয়ে বেশি সজাগ থাকতে হবে।

পরিদর্শনের শুরুতে কলেজ কর্তৃপক্ষ, শিক্ষক ও শিক্ষার্থীরা তাকে ফুল দিয়ে বরণ করে নেন। পরে তিনি শিক্ষকদের সুযোগ-সুবিধার বিষয়ে খোঁজখবর নেন। এ সময় তিনি জানতে পারেন, কলেজ তহবিল থেকে শিক্ষকরা শতভাগ বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা, উৎসব ও বৈশাখী বোনাস, শিক্ষা সহায়তা এবং শ্রান্তি বিনোদন ভাতা নিয়মিত পাচ্ছেন। কলেজ প্রশাসনের এমন উদ্যোগে তিনি সন্তোষ প্রকাশ করেন।

একইসঙ্গে তিনি শিক্ষার মানোন্নয়ন ও সুন্দর পরিবেশ নিশ্চিতে শিক্ষকদের গ্রুপিং পরিহার করে নীতিবোধ ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান। ক্লাসে যাওয়ার আগে শিক্ষকদের সার্বিক প্রস্তুতি গ্রহণের ওপরও তিনি গুরুত্বারোপ করেন।

বক্তব্যের একপর্যায়ে কলেজ পরিদর্শক শিক্ষার্থীদের কাছ থেকে স্বপ্রণোদিত বক্তব্য আহ্বান করেন। তার আহ্বানে সাড়া দিয়ে পাঁচজন শিক্ষার্থী কলেজে আসা-যাওয়ার পথের সমস্যা, সম্ভাবনা এবং লেখাপড়ার নানা বিষয় তুলে ধরে।

কলেজ গভর্নিং বডির সভাপতি অধ্যাপক ছাবের আহমদের সভাপতিত্বে ও সহকারী অধ্যাপক সিন্টু কুমার চৌধুরীর সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বান্দরবান সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মকছুদুল আমিন।

উল্লেখ্য, ১৯৯৭ সালে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পাশে ডুলাহাজারা সাফারি পার্ক সংলগ্ন মনোরম পরিবেশে কলেজটি প্রতিষ্ঠিত হয়। ২০০২ সালের মে মাসে সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী সালাহউদ্দিন আহমেদের সহযোগিতায় কলেজটি এমপিওভুক্ত হয় এবং তার সহায়তায় ক্যাম্পাসের অবকাঠামোগত উন্নয়ন সাধিত হয়।