রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬, ৫ মাঘ ১৪৩২

পটিয়ায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা পেলেন দুই শতাধিক রোগী

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি | প্রকাশিতঃ ১৮ জানুয়ারী ২০২৬ | ৪:০৩ অপরাহ্ন


চট্টগ্রামের পটিয়ায় প্রায় দুই শতাধিক দুস্থ রোগীকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা, ওষুধ ও চশমা প্রদান করা হয়েছে। লায়ন্স ক্লাব অব চিটাগাং ইউনাইটেড স্টারসের আয়োজনে এবং লিও ক্লাব অব চিটাগাং ইউনাইটেড স্টারসের সহযোগিতায় এই চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়।

রবিবার (১৮ জানুয়ারি) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত উপজেলার কুসুমপুরা ইউনিয়নের প্রিন্সিপাল ফজল আহমদ স্কুল অ্যান্ড হিফজ মাদ্রাসা প্রাঙ্গণে এই ক্যাম্প পরিচালিত হয়।

কর্মসূচির উদ্বোধন করেন পটিয়া শান্তিরহাট ব্যবসায়ী সমিতির সভাপতি লায়ন হাজী নুরুল আলম সওদাগর। ক্যাম্পে আগত রোগীদের চোখ পরীক্ষা, প্রাথমিক চিকিৎসা, ওষুধ ও চশমা বিতরণ করা হয়।

আয়োজকরা জানান, চক্ষু চিকিৎসা ক্যাম্পে যাদের চোখে ছানি ধরা পড়েছে, তাদের চট্টগ্রাম লায়ন্স ফাউন্ডেশন ও জেকো ফাউন্ডেশন কানাডার যৌথ প্রকল্পের আওতায় বিনামূল্যে ছানি অপারেশন করানো হবে। এবার নিয়ে দ্বিতীয়বারের মতো এই এলাকায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প আয়োজন করা হলো।

দিনব্যাপী এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন চট্টগ্রাম লায়ন্স দাতব্য চক্ষু হাসপাতালের সিনিয়র কো-অর্ডিনেটর জসিম উদ্দীন, লায়ন মহিউদ্দীন চৌধুরী, লায়ন আহমদ নুর, লায়ন ফোরকান উদ্দীন, লিও রাহাত, লিও চিংম্রাউ মারমা, লিও উখেইমং মারমা, নুরুল ইসলাম কালু, হাশেম সওদাগর, খোরশেদ আলম, ইউসুফ শাহ, মো. সেলিম হাসান ও লিও নওশাদুল ইসলাম।

ক্যাম্পে চিকিৎসা সেবা প্রদান করেন ডা. রূপায়দা রশিদ। তাকে সহায়তা করেন অফতালমিক এসিস্টেন্ট রাকিব হোসাইন, অফটোমেটিকস এসিস্টেন্ট সানজিদা আকতার ও মো. রিদুয়ানসহ একটি মেডিকেল টিম।

বিনামূল্যে বিশেষজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে চোখের চিকিৎসা পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় সাধারণ মানুষ।