সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬, ৬ মাঘ ১৪৩২

চবির সিনেট অধিবেশনে যোগ দেওয়া যাবে অনলাইনেও

| প্রকাশিতঃ ৭ সেপ্টেম্বর ২০২০ | ১২:৩৪ অপরাহ্ন


চবি প্রতিনিধি : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ৩২ তম বার্ষিক সিনেট অধিবেশন অনুষ্ঠিত হবে আগামী রোববার (১৩ সেপ্টেম্বর) ১০ টায়। এতে সভাপতিত্ব করবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার।

জানা যায়, করোনা পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের তৃতীয় তলায় উপাচার্য দপ্তরের সম্মেলন কক্ষে বার্ষিক সিনেট অধিবেশন অনুষ্ঠিত হবে।

এতে ২০২০-২১ অর্থবছরের জন্য ৩৫১ কোটি ৮৫ লাখ টাকার বাজেট পেশ করা হবে। আর এই অধিবেশনে সিনেটররা স্বশরীরে বা অনলাইনে অংশ নিতে পারবেন।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর এস এম মনিরুল হাসান বলেন, আগামী ১৩ সেপ্টেম্বর স্বাস্থ্যবিধি মেনে আমাদের বার্ষিক সিনেট অধিবেশন অনুষ্ঠিত হবে। করোনা পরিস্থিতির কারণে যারা স্বশরীরে উপস্থিত হতে পারবেন না, তারা অনলাইনে অংশ নিবেন।