
চট্টগ্রাম : চট্টগ্রাম অঙ্কুর স্কুলের ৩৪ বছর সেবিকা হিসেবে দায়িত্ব পালন করে সম্প্রতি অবসরে যান সালেহা বেগম। সচরাচর ছোট পদে চাকরি করে যারা অবসর নেন তাদের ঘটা অনুষ্ঠানের আয়োজন করে বিদায় দেওয়ার রেওয়াজ খুব কম। সেই রেওয়াজ ভেঙে স্কুল পরিচালনা কমিটির সভাপতি আ জ ম নাছির উদ্দীন সালেহা বেগমের জন্য জাঁকজমক বিদায় অনুষ্ঠানের আয়োজন করলেন।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকালে স্কুল-ক্যাম্পাসে আয়োজিত অনুষ্ঠানে সালেহা বেগমকে সম্মানিত করলেন আ জ নাছির উদ্দীন। সালেহার হাতে তুলে দেন সম্মাননা ও উপহার সামগ্রী।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে আ জ ম নাছির উদ্দীন বলেন, শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক-শিক্ষিকাদের পাশাপাশি কর্মরত আয়া,সেবিকারা শিক্ষার্থীদের স্কুলে থাকাকালীন যত্ন নেন, নানা সুবিধা-অসুবিধা দেখাশোনা করেন। তারাও বলতে গেলে শিক্ষার্থীদের অভিভাবক। অঙ্কুর স্কুলে দীর্ঘ ৩৪ বছর ধরে সালেহা বেগম সেবিকার দায়িত্ব পালন করেছেন। এই স্কুল ও শিক্ষার্থীদের সুনাম সমৃদ্ধির পেছনে তাঁরও অবদান রয়েছে।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দীপ্তি সেনগুপ্তা, বিদ্যালয়ের অভিভাবক প্রতিনিধি আবদুল মান্নান ফেরদৌস, হিসাবরক্ষক ইমরান হোসেন জুয়েল, মো মোস্তাকিম, সুমন চন্দ্র কর্মকারসহ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।