সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬, ৬ মাঘ ১৪৩২

চবি শিক্ষার্থীদের কটেজ ভাড়া ৪০ শতাংশ মওকুফ

| প্রকাশিতঃ ৪ অক্টোবর ২০২০ | ৬:৪৬ অপরাহ্ন


চট্টগ্রাম : করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ পরিস্থিতি বিবেচনায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) আশেপাশের মেস-কটেজে বসবাসরত শিক্ষার্থীদের ৪০ শতাংশ ভাড়া মওকুফের সিদ্ধান্ত নিয়েছে কটেজ মালিক সমিতি।

রোববার বিশ্ববিদ্যালয়, হাটহাজারী থানা ও হাটহাজারী উপজেলা প্রশাসনের সাথে দীর্ঘ বৈঠক শেষে এই সিদ্ধান্ত জানিয়েছে কটেজ মালিকদের সংগঠনটি।

আলোচনা শেষে মালিকরা এই ছাড় দিতে সম্মত হলে সমিতিকে ৫০ হাজার টাকা উপহার দেওয়ার কথা ঘোষণা দেন হাটহাজারী উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুহুল আমিন।

ইউএনও রুহুল আমিন বলেন, ‘মালিক সমিতি ৪০ শতাংশ ছাড়ে সম্মত হলে আমি সমিতিকে ৫০ হাজার টাকা উপহার দেওয়ার কথা বলি। কোনও চাপ প্রয়োগ ছাড়াই তারা এ সিদ্ধান্ত জানিয়েছে, তাই আমি খুশি হয়ে তাদেরকে এই অনুদান দিচ্ছি।’

এ বিষয়ে কটেজ মালিক সমিতির সভাপতি শাহ আলম বলেন, ‘যতদিন পর্যন্ত বিশ্ববিদ্যালয় বন্ধ থাকবে আমরা শিক্ষার্থীদের ভাড়া ৪০ ভাগ মওকুফ করার সিদ্ধান্ত নিয়েছি।’

প্রসঙ্গত, কটেজ ও বাসা-বাড়ির ভাড়া সংকট নিরসনে দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছিল সাধারণ শিক্ষার্থীরা। গত বৃহস্পতিবার একই দাবিতে মানববন্ধন করে উপাচার্য বরাবর স্মারকলিপি দেয় তারা।