সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬, ৬ মাঘ ১৪৩২

চবিতে জট নিরসনে আইইয়ারের ৩ দাবি

| প্রকাশিতঃ ১৮ অক্টোবর ২০২০ | ৯:৩৫ অপরাহ্ন


চট্টগ্রাম : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) দীর্ঘমেয়াদি জট নিরসন করতে তিন দফা দাবি জানিয়েছে শিক্ষা ও গবেষণা ইন্সটিটিউটের (আইইয়ার) ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থীরা।

রোববার (১৮ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বরাবর তিন দফা দাবি যুক্ত দরখাস্তটি জমা দেয়া হয়।

জট নিরসনে ৩ দফা দাবির মধ্যে রয়েছে, অনলাইনে দ্বিতীয় বর্ষের ক্লাস শুরু করে দিয়ে কোর্স শেষ করা। করোনা গেলে প্রথম বর্ষের পরীক্ষা দেয়ার পরপরই দ্বিতীয় বর্ষের দিতে ব্যবস্থা নেয়া।

স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করা অথবা অনলাইনে পরীক্ষার ব্যবস্থা করা। অটো প্রমোশনের ব্যবস্থা করা।এক্ষেত্রে প্রথম, দ্বিতীয়, তৃতীয় বর্ষের রেজাল্টের ভিত্তিতে চতুর্থ বর্ষের রেজাল্ট দেওয়া।

এ বিষয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক এসএম মনিরুল হাসান বলেন, দাবির বিষয়গুলো নিয়ে ঊর্ধ্বতন পর্যায়ে আমি আলোচনা করবো। আশা করছি একটা সমাধান বেরিয়ে আসবে।