সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬, ৬ মাঘ ১৪৩২

অফিসে লোকসমাগমের ভিড়েই সিগারেট ফুঁকেন আনোয়ারা উপজেলা চেয়ারম্যান!

| প্রকাশিতঃ ১৪ ফেব্রুয়ারী ২০২১ | ৬:০৪ অপরাহ্ন

আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি : অফিসে লোকসমাগমের ভিড়েই প্রকাশ্যে সিগারেট ফুঁকেন আনোয়ারা উপজেলা চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী। তার প্রকাশ্য ধূমপানে ধোয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে পুরো কক্ষ। এতে রীতিমতো অস্বস্তিতে ভোগেন সাক্ষাত করতে যাওয়া লোকজন।

কিন্তু এসবে চেয়ারম্যানের কোনো ভ্রুক্ষেপ নেই। বরং উপস্থিত লোকজনের অস্বস্তিতে ভোগা, ঝুঁকিতে থাকার চেয়ে ধোয়ার কুণ্ডলি পাকিয়ে আয়েশী ভঙ্গিতে সিগারেটে একের পর এক টান দেওয়াটাকে বেশ উপভোগ করেন উপজেলা চেয়ারম্যান তৌহিদুল হক।

রোববার (১৪ ফেব্রুয়ারি)  উপজেলা পরিষদের কার্যালয়ে গিয়ে দেখা যায়, নিজ চেয়ারে বসে একের পর এক সিগারেট টানছেন আর আগত লোকজনের সাথে কথা বলছেন চেয়ারম্যান তৌহিদুল হক। এসময় ধোয়ায় আচ্ছন্ন হয়ে ওঠে পুরো রুম। নাকে হাত দিয়ে সিগারেটের ধোয়া থেকে নিজেকে রক্ষার চেষ্টা করতে দেখা যায় উপস্থিত কাউকে কাউকে।

২০১৩ সালে পাস হওয়া তামাক নিয়ন্ত্রণ সংশোধিত আইনে সরকারি-বেসরকারি কার্যালয়সহ ২৪ ধরনের স্থানকে পাবলিক প্লেস ঘোষণা দিয়ে সেসব জায়গায় ধূমপান সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়।

অথচ আনোয়ারা উপজেলা চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী এই আইনকে তোয়াক্কা না করে প্রতিদিন অফিস চলাকালীন সময়ে নিজ কক্ষে বসে জনসম্মুখে প্রকাশ্যে ধূমপান করছেন, যা ভালোভাবে নিচ্ছেন না কেউ।

স্থানীয় একাধিক জনপ্রতিনিধি ও অফিসে কর্মরত লোকজন জানান, তৌহিদুল হক চৌধুরী অফিস কক্ষে তার চেয়ারে বসেই প্রতিনিয়ত ধূমপান করেন। তিনি এ ব্যাপারে কোনো নিয়মমীতি, বাধ্যবাধকতা এমনকি অন্যের অস্বস্তিকর অবস্থারও তোয়াক্কা করছেন না।

এই বিষয়ে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আবু জাহিদ মোহাম্মদ সাইফুউদ্দীন বলেন, আইন অনুযায়ী পাবলিক প্লেসে ধূমপান নিষেধ। পাবলিক প্লেসে ধুমপান প্রত্যক্ষ ও পরোক্ষভাবে উভয়ের জন্য ক্ষতিকর। এ ছাড়া অফিসে বসে কোনো ব্যক্তি প্রকাশ্যে ধূমপান করতে পারেন না। এটা নিজের ব্যক্তিত্ব ও রুচিবোধ নিয়েও প্রশ্ন তৈরি করে।

এ ব্যাপারে উপজেলা চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরীর কাছে জানতে চাইলে তিনি বলেন, আমার পার্সোনাল অফিসে বসে সিগারেট টানলে আপনার সমস্যা কী? বিষয়টি কতটুকু আইন সঙ্গত জানতে চাইলে তিনি বলেন, আপনার আর কোনও কাজ নেই বলে ফোন কেটে দেন।

এদিকে, অফিস হোক কিংবা জনস্থানে হোক প্রকাশ্যে ধুমপান আইনত দন্ডনীয় অপরাধ বললেন আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ জুবায়ের আহমদ।