সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬, ৬ মাঘ ১৪৩২

দেশে করোনায় একদিনে রেকর্ড ৮৩ জনের মৃত্যু

| প্রকাশিতঃ ১২ এপ্রিল ২০২১ | ৫:৪৫ অপরাহ্ন


ঢাকা : করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় ৮৩ জনের মৃত্যু হয়েছে। এই ভাইরাসে আক্রান্ত হয়ে দেশে একদিনে মৃতের সংখ্যা এটিই সবচেয়ে বেশি। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৯ হাজার ৮২২ জনে।

অন্যদিকে একই সময়ে করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে আরও ৭ হাজার ২০১ জন। এতে মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬ লাখ ৯১ হাজার ৯৫৭ জনে।

সোমবার গণমাধ্যমে পাঠানো স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত পরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. মীরজাদি সেব্রিনা ফ্লোরা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মৃতদের মধ্যে পুরুষ ৫৪ জন ও নারী ২৯ জন। তাদের মধ্যে ৭৪ জন হাসপাতালে ও ৫ জন বাসায় মারা গেছেন।