সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬, ৬ মাঘ ১৪৩২

দেশে একদিনে রেকর্ড ১০২ জনের মৃত্যু

| প্রকাশিতঃ ১৮ এপ্রিল ২০২১ | ৪:৫৯ অপরাহ্ন


ঢাকা : করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় রেকর্ড ১০২ জনের মৃত্যু হয়েছে। এটিই এখন পর্যন্ত দেশে একদিনে সর্বোচ্চ মৃত্যু।

এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০ হাজার ৩৮৫ জন।

রোববার স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগের দু’দিন ১০১ জন করে মৃত্যু বরণ করেছিল।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় করোনা রোগী শনাক্ত হয়েছে ৩ হাজার ৬৯৮ জন। এ নিয়ে মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ৭ লাখ ১৮ হাজার ৯৫০ জন।

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা হয়েছে ১৯ হাজার ৪০৪ জনের। নমুনা পরীক্ষা বিবেচনায় রোগী শনাক্তের হার ১৯ দশমিক ০৬ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৬ হাজার ১২১ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ৬ লাখ ১৪ হাজার ৯৩৬ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৫ দশমিক ৫৩ শতাংশ।

গত বছরের ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে করোনায় আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয়ের করোনা চার্ট অনুসারে বিশ্বে শনাক্তের দিক থেকে ৩৩তম স্থানে বাংলাদেশ। মৃতের সংখ্যায় ৩৮তম অবস্থানে।