সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬, ৬ মাঘ ১৪৩২

জনসনের করোনা টিকার ওপর থেকে স্থগিতাদেশ প্রত্যাহার

| প্রকাশিতঃ ২৪ এপ্রিল ২০২১ | ১২:৩৬ অপরাহ্ন

আন্তর্জাতিক: জনসন অ্যান্ড জনসনের টিকার ওপর থেকে স্থগিতাদেশ প্রত্যাহার করেছে যুক্তরাষ্ট্রের ব্যাধি নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (সিডিসি) এবং খাদ্য ও প্রশাসন অধিদপ্তর।

আজ শনিবার (২৪ এপ্রিল) থেকে জনসনের টিকা দেওয়ার বিষয়ে মত দিয়েছে এই অধিদপ্তরটি। সিডিসির পরিচালক ডা. রোচেল ওয়েলেস্কি উপদেষ্টা কমিটির সুপারিশ সমর্থন করে বক্তব্য দিয়েছেন এবং সুপারিশপত্রে সাক্ষর করেছেন।

রক্ত জমাট বাঁধার কয়েকটি ঘটনা সামনে আসায় যুক্তরাষ্ট্রে দেড় সপ্তাহ আগে জনসন এন্ড জনসনের টিকা দেওয়া বন্ধ করে দিয়েছিল।

তবে স্থগিতাদেশ প্রত্যাহার করলেও রক্ত জমাট বাঁধে কিনা; এ ব্যাপারে কঠোর পর্যবেক্ষণ করতে বলা হয়েছে।

স্থানীয় সময় শুক্রবার দুপুরে সিডিসির উপদেষ্টা কমিটির সুপারিশের পর স্থগিতাদেশ প্রত্যাহারের সিদ্ধান্ত নেয়া হয়। এটি কেবল ১৮ বছর এবং এর বেশি বয়স্কদের দেওয়ার নির্দেশ দেয়া হয়েছে।