
আন্তর্জাতিক: যুক্তরাষ্ট্রে যারা করোনার দুই ডোজ টিকা নেওয়ার পরে দুই সপ্তাহ পার করেছেন-এমন ব্যক্তিদের ক্ষেত্রে মাস্ক পরার শিথিলতা জারি করা হয়েছে। তাদের ঘরের বাইরে মাস্ক পরার দরকার নেই। তবে বাইরে ভিড় থাকলে অবশ্যই মাস্ক পরতে হবে।
সেন্টার ফর ডিজিজ কন্ট্রোলের (সিডিসি) নির্দেশনায় বলা হয়েছে, যারা করোনার দুই ডোজ টিকা নিয়েছেন, তারা ঘরের বাইরে ভিড় কম থাকলে মাস্ক ছাড়াই যেতে পারবেন, হাঁটাহাঁটি করতে পারবেন।
যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য কর্তৃপক্ষ স্থানীয় সময় গতকাল মঙ্গলবার এমন নির্দেশনা দিয়েছে। খবর এএফপির।
যুক্তরাষ্ট্রে প্রাপ্তবয়স্কদের মধ্যে অর্ধেকেরও বেশি মানুষ এক ডোজ বা দুই ডোজ টিকা নিয়েছেন। তবে দেশটিতে করোনার সংক্রমণ এখনো কমেনি।
সিডিসি এক বিবৃতিতে বলেছে, দুই ডোজ টিকা নেওয়ার পরে মহামারির কারণে যেসব কাজ বন্ধ হয়ে গেছে, তার অনেকগুলোই করা সম্ভব। তবে ঘরের বাইরে অনুষ্ঠিত কনসার্ট, প্যারেড, খেলাধুলা বা ভিড়ের মধ্যে গেলে মাস্ক পরা খুবই প্রয়োজন।
সিডিসি আরও বলেছে, ঘরের মধ্যে যেমন মুভি থিয়েটার, শপিং সেন্টার বা মিউজিয়ামে ভিড় কম থাকলেও মাস্ক পরতে হবে।