সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬, ৬ মাঘ ১৪৩২

চট্টগ্রামে আফগানিস্তানের সামনে অসহায় বাংলাদেশ

| প্রকাশিতঃ ৮ জুলাই ২০২৩ | ৮:২৭ অপরাহ্ন


চট্টগ্রাম : সামনে বিশাল লক্ষ্য, জিততে হলে নিজেদের ক্রিকেট ইতিহাস নতুন করে লিখতে হবে বাংলাদেশকে। কিন্তু লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই উল্টো পথে হেঁটে যাচ্ছে ঘরের মাঠের দলটি। আফগানিস্তানের ফজলহক ফারুকী, রশিদ খান, মুজিব-উর-রহমানদের দারুণ বোলিংয়ের বিপক্ষে রান তুলতে হিমশিম খেতে হচ্ছে বাংলাদেশের ব্যাটসম্যানদের।

বাংলাদেশের ইনিংসের শুরুতেই বেজে ওঠা ভাঙনের সুর এখনও বেজে যাচ্ছে, ৭২ রানেই নেই ৬ উইকেট। লক্ষ্য যেখানে ৩৩২, বাংলাদেশ সেখানে ১০০ ছোঁয়ার আগেই হারিয়ে বসেছে প্রথম সারির ব্যাটসম্যানদের। শেষ ভরসা হিসেবে জুটি গড়ে তোলার চেষ্টায় মুশফিকুর রহিম ও মেহেদী হাসান মিরাজ।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে চলমান সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ২৪ ওভার শেষে ৬ উইকেটে বাংলাদেশের সংগ্রহ ১০৪ রান। মুশফিক ২১ ও মিরাজ ১১ রানে ব্যাটিং করছেন। জয়ের জন্য ২৬ ওভারে বাংলাদেশের প্রয়োজন ২২৮ রান।