সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬, ৬ মাঘ ১৪৩২

সীতাকুন্ডে ইয়াবাসহ গ্রেফতার দুই রোহিঙ্গা

| প্রকাশিতঃ ২৭ সেপ্টেম্বর ২০১৭ | ৬:৫৭ অপরাহ্ন

চট্টগ্রাম: চট্টগ্রামের সীতাকুন্ডে বার আউলিয়া এলাকা থেকে ১ হাজার ৫০০ ইয়াবাসহ মাদক পাচারকারী দুই রোহিঙ্গাকে গ্রেফতার করেছে হাইওয়ে পুলিশ।

গ্রেফতার দুই রোহিঙ্গা হলেন- মোঃ আব্দুর রহমানের ছেলে ইলিয়াছ (২৪) ও মোঃ শামছু রহমানের ছেলে ওমর ফারুক (১৮)।

বুধবার ভোর সাড়ে ৫ টার দিকে তাদেরকে গ্রেফতার করা হয় বলে জানান বার আউলিয়া হাইওয়ে থানার ওসি মোঃ আহসান হাবীব।

তিনি বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বার আউলিয়া চেকপোস্টে একটি বাস থামিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় দুই বাসযাত্রীর কাছ থেকে ১ হাজার ৫০০ ইয়াবা পাওয়া যায়। তারা দু’জনই রোহিঙ্গা। ইয়াবাগুলো বগুড়া জেলায় পাচার করা হচ্ছিল।