চট্টগ্রাম: চট্টগ্রাম নগরে ১৫ যানবাহনকে জরিমানা করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত; ড্রাইভিং লাইসেন্স না থাকা, ট্রাফিক আইন অমান্য এবং উল্টোপথে চলায় এ শাস্তি দেওয়া হয়।
বৃহস্পতিবার নগরীর টাইগার পাস মোড়ে এই অভিযান পরিচালনা করেন চট্টগ্রাম জেলা প্রশাসানের নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ মোরাদ আলী।
তিনি বলেন, মোটরযান অধ্যাদেশ ১৯৮৩ অনুসারে ১৫ যানবাহনকে মোট সাড়ে চার হাজার টাকা জরিমানা আদায় করা হয়। ফিটনেস না থাকা, ইনস্যুরেন্স না থাকা, উল্টোপথে গাড়ি চালানো, ড্রাইভিং লাইসেন্স না থাকার অপরাধে এ জমিমানা আদায় করা হয়।