সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬, ৬ মাঘ ১৪৩২

‘লাগাবো বৃক্ষ বাঁচাবো ধরা, গড়বো মোরা সবুজ বরুমচড়া’

| প্রকাশিতঃ ৩০ সেপ্টেম্বর ২০১৭ | ১০:২৯ পূর্বাহ্ন

চট্টগ্রাম: আনোয়ারার পশ্চিম বরুমচড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়; বরুমচড়া শহীদ বশরুজ্জমান উচ্চ বিদ্যালয়ের আসন্ন সুবর্ণজয়ন্তী ও প্রাক্তন শিক্ষার্থী পুনর্মিলনী সফল করার লক্ষ্যে জনসচেতনতামূলক কার্যক্রম ও মহড়া হিসেবে উদযাপন পরিষদের উদ্যোগে এই কর্মসূচী পালিত হয়।

‘লাগাবো বৃক্ষ বাঁচাবো ধরা, গড়বো মোরা সবুজ বরুমচড়া’ এই স্লোগানে চারা গাছ রোপনের মধ্য দিয়ে শুক্রবার বিকেলে কার্যক্রমের উদ্বোধন করেন আনোয়ারা উপজেলা চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী । পরে বিভিন্ন মসজিদ মাদ্রাসা ও বিদ্যালয়ে শতাধিক চারাগাছ বিতরণ করা হয়।

উপস্থিত ছিলেন উদযাপন পরিষদের কার্যকরী কমিটির সিনিয়র সদস্য আজাদ সিকদার, প্রধান সমন্বয়কারী মাউসুফ উদ্দিন মাসুম, সহ সমন্বয়কারী এস এম হুমায়ুন কবির, এলমুল বাহার শেওয়ানা, নিবন্ধন পরিষদের আহ্বায়ক মেহাতাব উদ্দিন অবুঝ, শৃঙ্খলা বিষয়ক উপ পরিষদের আহ্বায়ক মুরাদুল আলম, মোঃ ফরিদ, প্রকাশনা উপ পরিষদের যুগ্ম সচিব মইনুর রহমান, সাজসজ্জা বিষয়ক উপ পরিষদের যুগ্ম সচিব শওকত আলী, মঞ্চসজ্জা বিষয়ক উপ পরিষদের যুগ্ম সচিব তওহিদুল ইসলাম, আপ্যায়ন বিষয়ক উপ পরিষদের যুগ্ম সচিব মোঃ ইলিয়াস, পরিষদের অন্যান্য উপ কমিটির সদস্য মোঃ হেলাল, মেহেদি হাসান সাগর প্রমুখ।

আগামী বছরের ৫ ও ৬ জানুয়ারি বরুমচড়া শহীদ বশরুজ্জমান উচ্চ বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী ও প্রাক্তন শিক্ষার্থী পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।