চট্টগ্রাম: নগরীর রেলওয়ে পাবলিক স্কুল অডিটোরিয়ামে প্রজন্মের মুক্তিযোদ্ধা, চট্টগ্রাম মহানগরের উদ্যোগে দৃষ্টি ও বাক প্রতিবন্ধিদের সম্মানে ঈদ পূনর্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানটি পরিচালিত হয়। সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে আলোচনা ও পুরুস্কার বিতরণ করা হয়।
সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গির আলমের সভাপতিত্বে ও সভাপতি ফজলে রাব্বি সুমনের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪নং চান্দগাঁও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নুর মোহাম্মদ নুরু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিয়া কলেজের সাবেক ভিপি ও নগর যুবলীগ নেতা নাজমুল আলম খান, সাবেক সহ-সম্পাদক, বাংলাদেশ ছাত্রলীগ ও নগর যুবলীগ নেতা সাইফুল আলম লিমন, কেন্দ্রীয় ছাত্রলীগ সদস্য সুজয়মান বড়ুয়া জিতু, সিটি কলেজ ছাত্রলীগ সভাপতি মোহাম্মদ ইমতিয়াজ, সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ, সাবেক ছাত্রনেতা রেজাউল করিম, অাইন কলেজের প্রচার সম্পাদক জাহিদ শিশির, কক্সবাজার জেলা ছাত্রলীগের মহিলা বিষয়ক সম্পাদিকা সেফিয়াতুন্নেসা সোমা, পোর্ট সিটি বিশ্ববিদ্যালয়ের সভাপতি মোহাম্মদ কাজিম উদ্দিন।
আরও উপস্থিত ছিলেন সিটি কলেজ ছাত্রলীগ নেতা মোহাম্মদ ফারুক, সংগঠনের যুগ্ম সম্পাদক নিজাম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক জুনাইদ নূরী, দপ্তর সম্পাদক অাবদুর রহিম সহ প্রমুখ।