বুধবার, ৫ নভেম্বর ২০২৫, ২১ কার্তিক ১৪৩২

আজ রাতেই ঝড়বৃষ্টির শঙ্কা: ঢাকা-চট্টগ্রামসহ ৯ অঞ্চলের জন্য আবহাওয়ার সতর্কবার্তা

একুশে প্রতিবেদক | প্রকাশিতঃ ৬ জুন ২০২৫ | ৫:৪৪ অপরাহ্ন


আজ (শুক্রবার) রাতের মধ্যেই দেশের নয়টি অঞ্চলে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টির পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সম্ভাব্য ঝড়ো হাওয়ার কারণে এসব অঞ্চলের নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

শুক্রবার আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুকের সই করা এক পূর্বাভাসে জানানো হয়, রাত ১টার মধ্যে ঢাকা, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। একই সঙ্গে হতে পারে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি। এই পরিস্থিতিতে অভ্যন্তরীণ নৌ চলাচল সতর্কতার সাথে পরিচালনার জন্য সংশ্লিষ্ট বন্দরগুলোকে ১ নম্বর সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অফিস।

এদিকে, আবহাওয়া অফিস আগামীকাল (শনিবার) সকাল ৯টা পর্যন্ত পরবর্তী পূর্বাভাসে জানিয়েছে, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, খুলনা, রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো এবং হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

তবে এই সময়ে সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানানো হয়েছে।