
কক্সবাজারের চকরিয়ায় যাত্রীবাহী বাসের সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষে পাঁচজন নিহত ও তিনজন আহত হয়েছেন। বুধবার সকাল ৯টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ফাঁসিয়াখালীর ঢালা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মালুমঘাট হাইওয়ে পুলিশ জানিয়েছে, নিহতরা সবাই মাইক্রোবাসের আরোহী এবং তারা কক্সবাজারে বেড়াতে যাচ্ছিলেন বলে ধারণা করা হচ্ছে।
মালুমঘাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ফাঁসিয়াখালীর ঢালা এলাকায় চট্টগ্রামমুখী মারছা পরিবহনের একটি বাসের সঙ্গে কক্সবাজারমুখী একটি মাইক্রোবাসের সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসটির যাত্রীরা গুরুতর আহত হন।
আহতদের উদ্ধার করে মালুমঘাট খ্রিষ্টান মেমোরিয়াল হাসপাতাল ও চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। এর মধ্যে মালুমঘাট খ্রিষ্টান মেমোরিয়াল হাসপাতালে তিনজন ও চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুজন মারা যান। অন্য তিনজন বর্তমানে চিকিৎসাধীন আছেন।
ওসি মেহেদী হাসান আরও বলেন, তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের নাম–পরিচয় সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। ধারণা করা হচ্ছে তাঁরা পর্যটক। দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি জব্দ করে হাইওয়ে থানায় নেওয়া হয়েছে।