বুধবার, ৫ নভেম্বর ২০২৫, ২১ কার্তিক ১৪৩২

এক সুর, এক প্রাণ

মোহাম্মদ শাহেদ আলী চৌধুরী | প্রকাশিতঃ ২৭ অগাস্ট ২০২৫ | ৭:২৩ পূর্বাহ্ন


একক স্রষ্টার বিশ্বাসে মন-প্রাণ এক হয়,
প্রাণে প্রাণ মিলে ঘুচে যায় যত ভয়।
ভালোবাসায় গড়া এই জগৎ, সৃষ্টি মানুষের জন্য,
মানবতা জিন্দাবাদ, মানবতা হোক ধন্য।

ভিন্ন জাতি, ভিন্ন ভাষা, তবুও এক প্রাণ,
সবার মাঝে প্রেম জাগাই, মিলেমিশে করি গান।
একই মায়ের সন্তান মোরা, একই নীলের নিচে,
তবেই তো একই মাটির বুকে আমাদের ঘর বাঁচে।

মসজিদ, মন্দির, গির্জা এক সুরে একাকার,
ভেদাভেদের সব ফাঁদ আজ হয়েছে পার।
একই আলোর ছটায় হাসে, একই ছন্দে নাচে,
সকল প্রাণে শুধু একই ভালোবাসা বাঁচে।

এই পৃথিবী সবার, মোরা এক পরিবার,
দয়া আর ক্ষমা হোক সবার অলংকার।
হিংসা-বিদ্বেষের যত দেয়াল, সব ভেঙে দাও,
শান্তির পথে এগিয়ে এসো, সকলে হাত বাড়াও।

একই লক্ষ্য হোক আমাদের, হোক একই মন,
সকলে মিলে একতার বাঁধনে গড়ি জীবন।
ভালোবাসায় পূর্ণ হোক ধরার প্রতিটি শ্বাস,
তখনই সফল হবে জীবনের সকল আশ।

জীবনের যত দুঃখ, বেদনা আর সকল ধাঁধা,
সৃষ্টির প্রতিটি কণা আছে এক সুতোয় বাঁধা।
পাহাড়, সাগর, নদী—সকলে এক ছন্দে চলে,
একক স্রষ্টার বিশ্বাসে সব সমাধান মেলে।

ভবিষ্যতের দিকে চেয়ে মোরা এক পথে হাঁটি,
সবার হৃদয়ে জ্বলে উঠুক পরম শান্তির বাতি।
সকল বিভেদ ভুলে মোরা একসাথে চলি,
“একক স্রষ্টায় দৃঢ় বিশ্বাস”, সবাই নত হয়ে বলি।