
চট্টগ্রামের সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহেদুল ইসলামের প্রত্যাহার আদেশ বাতিলের দাবিতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে স্থানীয়দের একাংশ।
সোমবার বিকেলে উপজেলার কেরানীহাট গুল চত্বরে প্রায় আধঘণ্টা ধরে চলা এ অবরোধের কারণে মহাসড়কের দুই পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়।
বিক্ষোভকারীদের অভিযোগ, একজন প্রভাবশালী ব্যক্তির তদবিরে ‘ষড়যন্ত্রমূলকভাবে’ ওসিকে প্রত্যাহার করা হয়েছে।
আন্দোলনে অংশ নেওয়া আলমগীর সাবিক নামে এক ব্যক্তি জানান, অস্ত্র মামলার এক আসামিকে পুলিশ ক্লিয়ারেন্স দিতে অস্বীকৃতি জানানোয় ওসি জাহেদুল ইসলামকে হঠাৎ প্রত্যাহার করা হয়েছে।
আলমগীর সাবিক বলেন, “সৎ অফিসারকে প্রত্যাহার করা হলে তা জনস্বার্থের পরিপন্থী হবে। মঙ্গলবার দুপুর ১২টার মধ্যে তার বদলির আদেশ প্রত্যাহার না হলে আরও বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে।”
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে স্থানীয় ছাত্র ও যুবকরা কেরানীহাট এলাকায় মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করলে এলাকাবাসীও তাদের সঙ্গে যোগ দেন।
পরে সাতকানিয়া সেনা ক্যাম্পের ক্যাপ্টেন এসএম সাকিবুজ্জামান শামীম পারভেজের নেতৃত্বে সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থলে পৌঁছে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলে। তাদের হস্তক্ষেপে অবরোধকারীরা মহাসড়ক থেকে সরে গেলেও পাশে অবস্থান নিয়ে বিক্ষোভ অব্যাহত রাখে।
এ বিষয়ে ওসি মো. জাহেদুল ইসলাম বলেন, “সরকারি চাকরিতে বদলি একটি স্বাভাবিক বিষয়। সরকার যেখানে পাঠাবে, আমি নিজের সর্বোচ্চটুকু দিয়ে কাজ করব।”